HSC 25 পরীক্ষার শেষ প্রস্তুতি

HSC 25 পরীক্ষার শেষ প্রস্তুতি

By emrulmubin1 on April 26, 2025 | Category: Education & Learning

Dear HSC 25,
তোমাদের জন্য রুটিন, টাইম ম্যানেজমেন্ট, আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে গাইডলাইন। যদিও লেখা একটু বড় হয়ে গিয়েছে। একটু ধৈর্য ধরে পড়ে নিও।😌🫶
একদম ধৈর্য না থাকলে, টিক চিহ্ন দেওয়া হেডলাইন দেখে যেটা জানা দরকার জেনে নিও।🙆‍♀️


এইচএসসি পরীক্ষার আর বেশিদিন বাকি নেই, যাদের এখনো রিভিশন কমপ্লিট হয়নি, এই রুটিনটা ফলো করতে পারো। এটা ৪০ দিনের একটা রুটিন, আমার এইচএসসির সময়ে বানানো (hsc 24)।
তোমাদের পরীক্ষা ২৬ জুন, আর এখানে ১৯ মে থেকে ২৯ জুন পর্যন্ত আছে রুটিন, সো মোটামুটি রিলেটেড।
আমার বাংলা আর আইসিটি রিভিশন আগেই কমপ্লিট ছিল তাই এখানে রেখেছিলাম না। কিন্তু চিন্তা নেই, এখানে রুটিন শুরু হয়েছেই ১৯ মে থেকে। আর আজকে কিন্তু ২১ এপ্রিল। তারমানে আরো ১৮ দিন এক্সট্রা বাকি (১৮ দিন কারণ এই রুটিন ২৯ জুন পর্যন্ত, বাট তোমাকে সর্বোচ্চ ২০ জুনের মধ্যে রিভিশন কমপ্লিট করতে হবে যেহেতু পরীক্ষা ২৬ তারিখ)। তো যাদের বাংলা আইসিটিও রুটিনে রাখার ইচ্ছা, তারা এই ১৮ দিনের মধ্যে বাংলা আইসিটি সাজিয়ে নিও।


রিভিশন কীভাবে দিবে?
খুব বেশি কিন্তু চাপ না, দিনের তিন শিফ্টে পড়তে বসলেই এনাফ। আমি ভোরে উঠে ১১ টা ১২ টা পর্যন্ত পড়তাম (অবশ্যই একদম একটানা না, মাঝেমধ্যে উঠে একটু হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া করেই)। তারপর ২ টার দিকে বা কখনো ৩ টার দিকে বসতাম সন্ধ্যার আগ পর্যন্ত পড়তাম। আর তারপর সন্ধ্যার পর থার্ড শিফ্টে পড়তে বসতাম। রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে যেতাম।
রুটিনটা খেয়াল করলেই দেখবে, একদিনে সর্বোচ্চ ২ টা চ্যাপ্টার আর কিছু ইংরেজি, কোনো চ্যাপ্টার বড় হলে ওইদিন ১ টা চ্যাপ্টার রেখেছি, লাস্টের দিকে একদিনে শুধুমাত্র বায়োলজির ৩ চ্যাপ্টার রেখেছি। মানে রুটিনের প্রতিদিনের পড়া তিন শিফ্টেই শেষ করা সম্ভব, ভালোভাবেই সম্ভব।
সিলেবাস কমপ্লিট হয়নি বলে টেনশন?
ইউটিউব থেকে পছন্দের টিচারের ওয়ান শট CQ+MCQ with basic টাইপের ক্লাসগুলো করে ফেলো। তবে অবশ্যই প্রচুর সময় দিতে হবে নাহলে ক্লাসগুলো শেষ করতে পারবেনা। এতোদিন যেহেতু পড়োনি, এখন তো কষ্ট করতেই হবে।
✅ব্যাসিক মোটামুটি কমপ্লিট, কিন্তু পর্যাপ্ত CQ MCQ প্রাকটিস করা হয়নি?
এই রুটিন অনুযায়ী পড়তে বসো, আর টেস্ট পেপার থেকে বিগত বছরের CQ MCQ গুলো প্রাকটিস করে ফেলো। নিজে নিজে সৃজনশীল সল্ভ করতে কষ্ট হলে, ইউটিউব থেকে শুধুমাত্র যে সল্ভিং ক্লাসগুলো আছে CQ MCQ এর, সেগুলো করে ফেলো।


সাবজেক্ট ওয়াইজ সাজেশন দরকার?
🔸 বাংলা ২য় পত্র রিভিশন দেওয়ার ক্ষেত্রে, অবশ্যই বিগত বছরের গ্রামারগুলো ঠোঁটস্থ করবে, বিশ্বাস করো প্রচুর কমন আসে। আর রাইটিং পার্ট তোমার যার যার সাজেশনের বাহিরেরও প্রত্যকটা টপিক অন্তত একবারের জন্য হলেও ধারণা নিয়ে যাবে, যাতে এনি চান্স এসে গেলে কিছু লিখতে পারো। রচনা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা রচনার সুচনা আর উপসংহার আর পয়েন্টগুলোর নাম ঠোঁটস্থ করে যাবে, বিস্তারিত টুকটাক ধারণা নিয়ে যেও।
🔸 বাংলা ১ম পত্র নিয়ে বলছিনা কারণ এটা সবারই কমবেশি ভালো প্রিপারেশন, সৃজনশীল বহুনির্বাচনী ভালো করে পড়লেই এনাফ।


🔸 ইংরেজি ১ম পত্রে, প্রত্যেকটা প্যাসেজ এর কঠিন শব্দগুলোর অর্থ পড়ে যাবে, তাহলে প্রশ্ন এবং এমসিকিউ সল্ভ সহজে করতে পারবে। Summary কমন পাওয়া সম্ভব, না পেলেও সমস্যা নেই। অল্পের মধ্যে গুছিয়ে লেখা শিখে তারপর হলে যাবে। ব্লাংক ফিল উইদাউট ক্লুসটা কমন চলে আসে অনেক সময় তাই বিগত বছরের গুলো ঠোঁটস্থ করে যাবে। উইথ ক্লুস তো পারবে, ধৈর্য নিয়ে সল্ভ করবে। Rearrange কিন্তু কমন আসে, তাই বিগত বছরের গুলো অবশ্যই অবশ্যই ঠোঁটস্থ করে যাবে।
🔸 ইংরেজি ২য় পত্রে, রুলস পারলে আর প্রাকটিস থাকলে গ্রামার পার্ট ভালো করবে। আর বিগত বছরের গ্রামারগুলো প্রচুর প্রাকটিস করে যাবে, এই কয়দিনে যা সম্ভব।
🔸 ইংরেজি ১ম ও ২য় পত্রের রাইটিং পার্টগুলোর সঠিক প্যাটার্ন ভালোভাবে পড়ে যাবে, লেখা যা ই লিখো, প্যাটার্ন ভুল করলে সব শেষ। আর প্রত্যেকটা টপিকের বাংলা অর্থ বুঝে ধারণা নিয়ে যাবে যাতে কমন না আসলে ফ্রি হ্যান্ডে লিখতে পারো।


🔸 আইসিটি যাদের প্রিপারেশন বেশ ভালো, ৩য় ৪র্থ ৫ম অধ্যায় থেকে উত্তর করবে, সময়ও কম লাগবে, মার্কও বেশি। যাদের প্রিপারেশন ভালো না, তারা ১ম ২য় অধ্যায়ের টপিকগুলো একদম মুখস্থ করে যেও, অবশ্যই বিগত বছরের সৃজনশীল থেকে। আর ৩য় অধ্যায় সবারই ভালো পারার কথা। সব মিলিয়ে ৫টা সৃজনশীল পেতে পারো, তবে রিস্ক না নিয়ে কিছু html বা programing যে যেটা ভালো পারো দেখে যেও।


🔸 পদার্থবিজ্ঞান, রসায়ন, ম্যাথ ...... মাস্ট মাস্ট বিগত বছরের সৃজনশীল বহুনির্বাচনী সল্ভ না করে হলে যাওয়া যাবেনা। সৃজনশীল কমন না পড়লেও প্যাটার্ন কিন্তু কমন পড়বেই। আর হ্যাঁ, কোনো চ্যাপ্টার বাদ দেবে না। এর কারণ হচ্ছে, প্রতি বছরই দুই তিনটা নতুন প্যাটার্নের প্রশ্ন দিয়ে বসে, দেখা গেলো যে চ্যাপ্টার বাদ দিয়েছো সেটার কমন প্যাটার্ন এসেছে আর যেটা পড়েছো সেটাই নতুন দিয়েছে। তাই সব চ্যাপ্টারের সৃজনশীল এমসিকিউ দেখে গেলে সব মিলিয়ে ৫ টা সৃজনশীলের প্যাটার্ন কমন চলেই আসবে।


ImageImage


[image src='uploads/1745686140_1000022832.jpg']

Views: 39

Recent Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment